রূপালী ব্যাংক ডিপিএস
রূপালী ব্যাংকের মাসিক সেভিংস স্কীমে গ্রাহককে ৩, ৫ বা ৮ বছর ধরে প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করতে হয়। ৩, ৫ বা ৮ বছর শেষে গ্রাহক একটি নির্ধারিত পরিমাণ টাকা লাভসহ ফেরত পাবেন।
![]() |
রূপালী ব্যাংক ডিপিএস |
কে রূপালী ব্যাংক এ ডিপিএস একাউন্ট খুলতে পারবেন
১৮ বছর বয়সী প্রাপ্তবয়স্ক যে কোন বাংলাদেশী নাগরিক রূপালী ব্যাংক ডিপিএস একাউন্ট খুলতে পারবেন। অপ্রাপ্তবয়ষ্কদের নামেও তার লিগ্যাল অবিভাবক রূপালী ব্যাংকে ডিপিএস একাউন্ট খুলতে পারবেন।
রূপালী ব্যাংক ডিপিএস এর বৈশিষ্ট্য সমূহ
- রূপালী ব্যাংক এর যে কোন শাখায় গ্রাহক মাসিক সঞ্চয় স্কীম বা ডিপিএস একাউন্টটি খুলতে পারবেন।
- রূপালী ব্যাংক ডিপিএস বা সঞ্চয় স্কীম এ সময়োপযোগী মুনাফার হার প্রদান করে থাকে।
- রূপালী ব্যাংক এর ডিপিএস এ জমাকৃত টাকার উপরে ৮০% পর্যন্ত SOD লোন সুবিধা প্রদান করে থাকে। অর্থ্যাৎ, গ্রাহক বিপদকালীন সময়ে চাইলে ডিপিএস এ জমাকৃত টাকার বিপরীতে লোন নিতে পারবেন। এই লোন এর মেয়াদ হয়ে থাকে ১ বছর এবং গ্রাহক চাইলে EMI পদ্ধতিতে ও এই লোন পরিশোধ করতে পারবেন। এই লোনের মুনাফার হার হবে গ্রাহক যে পরিমাণ মুনাফা পাচ্ছেন তার থেকে ৩% বেশি।
- রূপালী ব্যাংক এর ডিপিএস এ মেয়াদপূর্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে গ্রাহককে। অর্থ্যাৎ গ্রাহক চাইলে বিপদকালীন সময়ে ডিপিএস এ জমাকৃত টাকা উত্তোলন করতে পারবেন, সেক্ষেত্রে মুনাফার হেরফের হবে।
- রূপালী ব্যাংক এর ডিপিএস এ আপনি মাসের যে কোন কর্ম দিবসে কিস্তির টাকা জমা দিতে পারবেন।
রূপালী ব্যাংক এর ডিপিএস এর কিস্তির পরিমাণ
রূপালী ব্যাংক এর ডিপিএস এর কিস্তির পরিমাণ ৫০০/-, ১০০০/-, ২০০০/-, ২৫০০/-, ৫০০০/-, ১০,০০০/-, ২০,০০০/-, এবং ২৫,০০০/- পর্যন্ত। অর্থাৎ, ৫০০ টাকা বা তার গুণিতক পরিমান।
রূপালী ব্যাংক এর ডিপিএস এর মুনাফার হার
- ৩ বছর মেয়াদী ডিপিএস এ রূপালী ব্যাংক মুনাফা প্রদান করে ৫.২৫%।
- ৫ বছর মেয়াদী ডিপিএস মুনাফা প্রদান করে ৫.৫০% ।
- ৮ বছর মেয়াদী ডিপিএস এ রূপালী ব্যাংক মুনাফা প্রদান করে ৬% ।
রূপালী ব্যাংক এর ডিপিএস এর কিস্তি প্রদানের নিয়ম ও সময়
এই ডিপিএসধারী বা হিসাবধারী কে কোন চেক বই বা এটিএম কার্ড দেয়া হবে না । এটি একটি হিসাবের সাথে সংযুক্ত থাকবে। হিসাবের অর্থ জমা করলে কিস্তি জমা হবে। ১ থেকে ৩০/৩১ তারিখের মধ্যে কিস্তির টাকা জমা দিতে হবে। মাসের অগ্রিম অর্থ জমা রাখা যাবে।
অবশ্যই মনে রাখবেন ডিপিএস টি ১ বছরের আগে ভেঙে ফেললে আপনাকে কোন মুনাফা প্রদান করা হবে না।
আরও পড়ুন - সোনালী ব্যাংক ডিপিএস স্কিম
রূপালী ব্যাংক ডিপিএস একাউন্ট খুলতে কি কি ডকুমেন্ট লাগে
- একাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড বা পাসপোর্ট, বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
- সাম্প্রতিক তোলা একাউন্ট হোল্ডারের পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা পরিচায়ক বা ইন্ট্রোডিউসার দ্বারা যথাযথ ভাবে সত্যায়িত হতে হবে। পরিচায়ক বা ইনট্রোডিউসারের অবশ্যই রূপালী ব্যাংক এ একাউন্ট থাকতে হবে।
- নমিনীর এন আই ডি, বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি যা একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।
- নমিনীর ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।
- একাউন্ট হোল্ডারের টিন সার্টিফিকেট যদি থাকে। টিন সার্টিফিকেট থাকলে আপনার ট্যাক্স কর্তন হবে ১০%। আর টিন সার্টিফিকেট না থাকলে আপনার ট্যাক্স কর্তন হবে ১৫%।
- রূপালী ব্যাংক এ অবশ্যই গ্রাহকের একটি সেভিংস একাউন্ট থাকতে হবে।
- গ্রাহকের মনোনীত নমিনি নাবালক হলে সেক্ষেত্রে অবশ্যই লিগ্যাল গার্ডিয়ান এর যাবতীয় ডকুমেন্ট ব্যাংক এ জমা দিতে হবে।