পূবালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট

পূবালী ব্যাংক এফডিআর

এফডিআর বলতে বোঝায়, গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাঙ্কে ফিক্সড বা স্থায়ী ভাবে রাখা। ডাচ বাংলা ব্যাংক এফডিআরে আকর্ষণীয় মুনাফা প্রদান করে থাকে। নির্দিষ্ট মেয়াদ পূর্ণ হলে গ্রাহক আকর্ষণীয় মুনাফাসহ মূলধন ফেরত পায়।


পূবালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট, pubali bank fdr rate, পূবালী ব্যাংক এফডিআর রেট ২০২৪, ফিক্সড ডিপোজিট রেট 2024 বাংলাদেশ, পূবালী ব্যাংক এফডিআর রেট,
পূবালী ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট


পূবালী ব্যাংক এফডিআর এর বৈশিষ্ট্য

  • পূবালী ব্যাংকের এফডিআরে গ্রাহক মেয়াদ পূর্ণ হলে যদি এফডিআর এ টাকা উত্তোলন না করে সে ক্ষেত্রে মাত্র এক বার অটোম্যান হয় এবং তা হয় তিন মাসের জন্য।
  • একজন ব্যক্তি চাইলে একাধিক এফডিআর অ্যাকাউন্ট খুলতে পারবেন পূবালী ব্যাংকে।
  • একক ও যৌথ অ্যাকাউন্ট খোলার সুবিধা।
  • পূবালী ব্যাংকের এর অন্যতম একটি সুবিধা এসওডি লোন সুবিধা। অর্থাৎ গ্রাহক বিপদকালীন সময়ে এসওডি লোন নিতে পারবেন। তাঁর এফডিআরের জমাকৃত টাকার বিপরীতে।পূবালী ব্যাংক জমাকৃত টাকার ৮০% পর্যন্ত এসওডি লোন দিয়ে থাকে। এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর এবং মুনাফা হয় গ্রাহককে যে মুনাফা দেওয়া হয় তার থেকে ৩% বেশি।
  • মেয়াদপূর্তির পূর্বে নগদকরণ সুবিধা অর্থাৎ বিশেষ প্রয়োজনে আপনি চাইলে মেয়াদ পূর্তির পূর্বেই ভেঙ্গে অর্থ উত্তোলন করতে পারবেন।

পূবালী ব্যাংক এফডিআর মুনাফার হার

  • পূবালী ব্যাংক এক মাস মেয়াদী এফডিআরে  যে কোনও পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে ৪%।
  • তিন মাস মেয়াদি এফডিআরে পূবালী ব্যাংক যে কোনও পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে ৬.৫০%।
  • ছয় মাস মেয়াদী এফডিআরে পূবালী ব্যাংক যে কোনও পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে ৬.৫০%।
  • এক বছর এবং তদূর্ধ্ব মেয়াদি এফডিআরে পূবালী ব্যাংক যে কোনও পরিমাণ টাকায় মুনাফা দিয়ে থাকে ৬.৫০%।
অর্থাৎ তিন মাস বা তদূর্ধ্ব মেয়াদে পূবালী ব্যাংক মুনাফা দিয়ে থাকে ৬.৫০%। 

ট্যাক্স কর্তনের পর মুনাফা পাবেন

  • ৬.৫০% মুনাফায় আপনি ১,০০,০০০ টাকায় ট্যাক্স কর্তনের পূর্বে এক বছরে পাবেন ৬৫০০ টাকা। ট্যাক্স কর্তনের পরে মাসিক পাবেন ৫৪১০ টাকা ।
  • আপনার টিন সার্টিফিকেট থাকলে ১০% ট্যাক্স কর্তনের পর আপনি মাসিক পাবেন ৪৮৬ টাকা।
  • আপনার টিন সার্টিফিকেট না থাকলে ১৫% ট্যাক্স কর্তনের পর আপনি মাসিক পাবেন ৪৬০ টাকা।

পূবালী ব্যাংক এফডিআর করতে যে যে ডকুমেন্ট লাগবে

  1. একাউন্ট হোল্ডারের এনআইডি বা বৈধ পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
  2. অ্যাকাউন্ট হোল্ডার এর সদ্য তোলা 2 কপি ছবি।
  3. ঠিকানা প্রমাণ করার জন্য বিদ্যুৎ বিল গ্যাস বিল অথবা পানির বিলের ফটোকপি।
  4. নমিনির এনআইডি বা বৈধ পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি।
  5. নমিনির  সদ্য তোলা এক কপি ছবি।
  6. ই-টিন সার্টিফিকেট যদি থাকে।

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন