আইএফআইসি ব্যাংক এফডিআর
আইএফআইসি ব্যাংকের ফিক্সড ডিপোজিড বা এফডিআর হচ্ছে যেকোনো পরিমাণ টাকা ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদপূর্তির পর মুনাফা সহ আসল টাকা ফেরত পাওয়া। আইএফআইসি ব্যাংক এফডিআর এ দিচ্ছে সর্বোচ্চ মুনাফা।
আইএফআইসি ব্যাংক ফিক্সড ডিপোজিট রেট |
আইএফআইসি ব্যাংক এফডিআর এর বৈশিষ্ট্য
- আইএফআইসি ব্যাংক এর ফিক্সড ডিপোজিট বা এফডিআর একাউন্ট টি যেকোনো শাখা বা উপশাখায় খোলা যায়।
- আইএফআইসি ব্যাংক এর সর্বোচ্চ সুদ দেয়া আকর্ষণীয় এই এফডিআর একাউন্ট টি সুদ দেয়ার পাশাপাশি গ্রাহকের জরুরী প্রয়োজনে ৯০% পর্যন্ত Credit Facility বা SOD লোন সুবিধা প্রদান করে থাকে।
- আইএফআইসি ব্যাংক এর এফডিআর একাউন্টটির টাকা মেয়াদ পূর্তির পূর্বেও উত্তোলনের সুবিধা প্রদান করে। প্রযোজ্য ক্ষেত্রে সুদ ও প্রদান করে থাকে।
আইএফআইসি ব্যাংক এফডিআর এর মেয়াদ এবং সুদের হার
- আইএফআইসি ব্যাংক ১ মাস মেয়াদী এফডিআর এ ইন্টারেস্ট প্রদান করে ৫%। ১ কোটি বা তদূর্ধ্ব হলে ১ মাস মেয়াদী এফডিআর এ মুনাফা প্রদান করে ৬%
- ৩ মাস মেয়াদী এফডিআর এ যে কোন পরিমাণ টাকায় আইএফআইসি ব্যাংক মুনাফা প্রদান করে ৮%
- ৬ মাস মেয়াদী এফডিআর এ আইএফআইসি ব্যাংক যে কোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৮.২৫%
- ১ বছর মেয়াদী এফডিআর এ আইএফআইসি ব্যাংক যে কোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৮.৫০%
- ২ বছর ও ৩ বছর মেয়াদী এফডিআর এ আইএফআইসি ব্যাংক যে কোন পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে ৮.৫০%
আইএফআইসি ব্যাংক এফডিআর এর সুদের হার
আইএফআইসি ব্যাংকের দূর্দান্ত মাসিক ইনকাম স্কীম, প্রতিমাস এবং অর্জন স্কীমের ইন্টারেস্ট রেট সর্বোচ্চ ইন্টারেস্ট রেট।
- ১ বছর মেয়াদী ইন্টারেস্ট ১০%
- ২ বছর মেয়াদী ইন্টারেস্ট ১০.১০%
- ৩ বছর মেয়াদী ইন্টারেস্ট ১১%
১ লক্ষ টাকায় আইএফআইসি ব্যাংক এফডিআর এর মুনাফার পরিমান
আইএফআইসি ব্যাংক ১ বছরে ১ লক্ষ টাকায় মুনাফা প্রদান করে ১০,০০০ টাকা ট্যাক্স কর্তনের পূর্বে।
১ লক্ষ টাকায় মাসিক নীট মুনাফা প্রদান করে ট্যাক্স কর্তনের পূর্বে ৮৩৩ টাকা।
টিন সার্টিফিকেট থাকলে ১০% ট্যাক্স কর্তনের পর নীট মাসিক মুনাফা প্রদান করে ৭৪৯ টাকা। টিন সার্টিফিকেট না থাকলে ১৫% ট্যাক্স কর্তনের পর নীট মুনাফা প্রদান করে ৭০৮ টাকা মাসিক।
বিস্তারিত পড়ুন - আইএফআইসি ব্যাংক এফডিআর রেট
আইএফআইসি ব্যাংক এফডিআর অ্যাকাউন্ট খোলার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
- একাউন্ট হোল্ডারের এনআইডি কার্ড বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
- একাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি। একাউন্ট হোল্ডারের ২ কপি ছবি অবশ্যই ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে।
- নমিনীর এন আই ডি, বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
- নমিনীর ১ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।
- জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অবশ্যই ইউপি বা পৌরসভা চেয়ারম্যানের ছবি যুক্ত প্রত্যয়নপত্র প্রদান করতে হবে।
- টিন সার্টিফিকেট যদি থাকে। টিন সার্টিফিকেট থাকলে আপনার ১০% ট্যাক্স কর্তন হবে।