সোনালী ব্যাংক ডিপিএস স্কিম

সোনালী ব্যাংক ডিপিএস

সোনালী ব্যাংক ডিপিএস হলো একজন গ্রাহক প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখে এবং মেয়াদ শেষ হওয়ার পরে গ্রাহক মুনাফা সহ টাকা সোনালী ব্যাংক থেকে পায়।

সোনালী ব্যাংকে ডিপিএস, সোনালী ব্যাংক ডিপিএস চার্ট ২০২৪, sonali bank dps rate, সোনালী ব্যাংক ডিপিএস ৫ বছর, সোনালী ব্যাংক ডিপিএস ২০২৪, সোনালী ব্যাংক
সোনালী ব্যাংক ডিপিএস স্কিম

সোনালী ব্যাংক ডিপিএস এর বৈশিষ্ট্য

  • সোনালী ব্যাংক এর ডিপিএস একাউন্ট টি যে কোন শাখায় খোলা যায়। অর্থ্যাৎ, গ্রাহক চাইলে যে কোন শাখায় ডিপিএস একাউন্টটি খুলতে পারবেন।
  • সোনালী ব্যাংক ডিপিএসে জমাকৃত টাকার বিপরীতে গ্রাহককে জরুরী প্রয়োজনে লোন সুবিধা প্রদান করে।
  • সোনালী ব্যাংক ডিপিএস এ মেয়াদ পূর্তির পূর্বে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করে থাকে।

সোনালী ব্যাংক ডিপিএস এর মাসিক কিস্তি,মুনাফার হার ও প্রাপ্ত টাকার পরিমাণ

সোনালী ব্যাংক ডিপিএস এর ৩ বছর মেয়াদে ৮.২৫% মুনাফার হিসাব
  • প্রতি মাসে ১,০০০ টাকা জমা করে গ্রাহক ১,০০০ টাকা মুনাফা সহ পাবেন ৪১,৫৭৯ টাকা।
  • প্রতি মাসে ২,০০০ টাকা জমা করে মুনাফা ৯,১৫৮ টাকা এবং বোনাস ২,০০০ টাকা সহ মোট পাবেন ৮৩,১৫৮ টাকা।
  • প্রতি মাসে ৩,০০০ টাকা জমা করে মুনাফা ১৩,৭৩৬ টাকা এবং বোনাস ৩,০০০ টাকা সহ মেয়াদ শেষে মোট পাবেন ১,২৪,৭৩৬ টাকা।
  • প্রতি মাসে ৫,০০০  টাকা জমা করে মুনাফা ২২,৮৯৪ টাকা ও বোনাস ৫,০০০ টাকা সহ মোট পাবেন মেয়াদ শেষে ২,০৭,৮৯৪ টাকা।
  • প্রতি মাসে ৬,০০০  টাকা জমা করে মুনাফা ২৭,৪৭৩ টাকা বোনাস ৬,০০০ টাকা সহ মোট পাবেন গ্রাহক ২,৪৯,৪৭৩ টাকা।
  • প্রতি মাসে ৭,০০০ টাকা জমা করে মুনাফা ৩২,০৫১ টাকা বোনাস ৭,০০০ টাকা সহ মোট গ্রাহক পাবেন ২,৯১,০৫১ টাকা।
  • প্রতি মাসে ৮,০০০  টাকা জমা করে ৩৬,৬৩০ টাকা মুনাফা, বোনাস ৮,০০০ টাকা সহ মোট পাবেন গ্রাহক ৩,৩২,৬৩০ টাকা।
  • প্রতি মাসে ৯,০০০ টাকা জমা করে ৪১,২০৯ টাকা মুনাফা এবং বোনাস ৯,০০০ টাকা সহ গ্রাহক মোট পাবেন ৩,৭৪,২০৯ টাকা।
  • প্রতি মাসে ১০,০০০ টাকা জমা করে ৪৫,৭৮৮ টাকা মুনাফা এবং বোনাস ১০,০০০ টাকা সহ মোট পাবেন ৪,১৫,৭৮৮ টাকা।

সোনালী ব্যাংক ডিপিএস অ্যাকাউন্ট খুলতে যে যে ডকুমেন্ট প্রয়োজন

  1. একাউন্ট হোল্ডারের এন আই ডি  কার্ড বা পাসপোর্ট, বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি।
  2. একাউন্ট হোল্ডারের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি যা পরিচায়ক বা ইন্ট্রোডিউসার দ্বারা যথাযথ ভাবে সত্যায়িত। 
  3. নমিনীর এন আই ডি, বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধন বা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি যা একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।
  4. নমিনীর ১ কপি সদ্য তলা পাসপোর্ট সাইজের ছবি যা অবশ্যই একাউন্ট হোল্ডার দ্বারা সত্যায়িত হতে হবে।

*

একটি মন্তব্য পোস্ট করুন (0)
নবীনতর পূর্বতন